kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৭০

নিজস্ব প্রতিবেদক   

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয় আরো ১৭০ জনের দেহে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয় চার হাজার ৮৫৯টি।

বিজ্ঞাপন

নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৮২৪টি। এর মধ্যে শনাক্ত হয় ১৭০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.৫২ শতাংশ। আর মৃত্যু ১.৪৬ শতাংশ।

এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ৬০৪ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৯ হাজার ৩১৫ জন।সাতদিনের সেরা