kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

বিএমএফের প্রথম নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক   

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করতে যাচ্ছে বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন (বিএমএফ)। আগামীকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য ২৮ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংবাদ সম্মেলন ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা। অনুষ্ঠানে বিএমএফের আহ্বায়ক গিটারবাদক ও সংগীত পরিচালক মনোয়ার হোসেন টুটুল বলেন, ‘এ পর্যন্ত যতবার কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে, তা বার্ষিক সাধারণ সভায় সিলেকশন নিয়মের মাধ্যমে করা হয়েছে।

বিজ্ঞাপন

এবারই প্রথম সদস্যরা ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন। ’সাতদিনের সেরা