kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

আইজিপির যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিউ ইয়র্কে পুলিশপ্রধানদের সম্মেলনে আইজিপি বেনজীর আহমেদের যাওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সচিবালয়ে আসেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও পিটার হাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিষেধাজ্ঞা বহাল থাকায় আইজিপি কি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন—এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (মার্কিন রাষ্ট্রদূত) যেটা বলেছেন, ইউএনের (জাতিসংঘ) সঙ্গে তাঁদের একটা সমঝোতা রয়েছে।

বিজ্ঞাপন

সে অনুযায়ী এটা প্রক্রিয়ায় রয়েছে। সেটা শেষ হয়ে এলে নিশ্চিত করতে পারবেন। আমরা তো মনে করি, জাতিসংঘ যখন তাঁকে (আইজিপি) দাওয়াত দিয়েছে, তিনি যাবেন। ’ র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‌্যাবের বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, যেভাবে র‌্যাবের কাজ করা উচিত ছিল সেভাবে করেনি বলেই নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলেছি, র‌্যাব বেআইনি কাজ করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়। ’সাতদিনের সেরা