kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

নারী উন্নয়ন শক্তির ৩০ বছর পূর্তি উদযাপন

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেস্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নারী উন্নয়ন শক্তির (নাস) ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সংস্থাটি ১৯৯২ সালের ১৪ আগস্ট বাংলাদেশের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয়। সেবা প্রদানের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত ১৪ আগস্ট রাজধানী ঢাকার রামপুরার বনশ্রীতে সংস্থাটির অফিসে এক মতবিনিময়সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা পারভীন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্থার চেয়ারপারসন সেহেলী জাহান এবং বিশেষ অতিথি হিসেবে সংস্থার অ্যাডভাইজার সুলতান মুহম্মদ রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে বিগত ৩০ বছরের অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে যেন সংস্থাটি দেশ ও দশের কল্যাণে এগিয়ে যেতে পারে সে বিষয়ে সবাই একাত্মতা প্রকাশ করেন ও প্রতিজ্ঞাবদ্ধ হন। নারী উন্নয়ন শক্তি এ পর্যন্ত ৪৪টি দেশি-বিদেশি ডোনার ও পার্টনার অর্গানাইজেশনের সহায়তায় বাংলাদেশের ২৩টি জেলায় ৭৯টি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে এবং ১৬ লাখ দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিয়েছে। এর মধ্যে ১,০৪,০০০ প্রান্তিক জনগোষ্ঠীকে মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক শিক্ষা দেওয়া হয়। ৪,৫০০ ঝুঁকিপূর্ণ শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ও উপবৃত্তি দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিসাতদিনের সেরা