kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

চট্টগ্রামে সিআরবির বাইরে হাসপাতাল নির্মাণের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম    

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন ও সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে চট্টগ্রামের ‘ফুসফুস খ্যাত’ কালচারাল হেরিটেজ সিআরবিতে (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) হাসপাতাল নির্মাণের বিষয়টি স্থগিতের জন্য রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের মন্ত্রী ও সংসদ সদস্যরা। মন্ত্রী ও সংসদ সদস্যরা হাসপাতালটি রেলের অন্য জায়গায় নির্মাণের উদ্যোগ গ্রহণের বিষয়টি দ্রুত বাস্তবায়নেরও অনুরোধ জানান রেলমন্ত্রীকে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ। গতকাল মঙ্গলবার রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চট্টগ্রামের সাবেক ও বর্তমান তিন মন্ত্রী এসংক্রান্ত একটি চিঠি দেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।সাতদিনের সেরা