kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

গাজীপুরে দুস্থদের মধ্যে বিজিবির খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে দুস্থদের মধ্যে বিজিবির খাদ্য বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নে বিজিবির পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি : কালের কণ্ঠ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সকালে সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের দুস্থদের মধ্যে চাল, ডাল, তেল, চিনি এবং আলু বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক। ভাওয়াল গড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 সাতদিনের সেরা