kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

শিক্ষামন্ত্রী বললেন

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে

চাঁদপুর প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভা এবং শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চাঁদপুর সার্কিট হাউসে ওই অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘সপ্তাহের পাঁচ দিনের মধ্যেই ক্লাসগুলোকে এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। আর ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বড় একটি চ্যালেঞ্জ আসছে, কাগজসংকট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করছি, আগামী মাস থেকে লোড শেডিং কমে যাবে কিংবা থাকবে না। কিছু চ্যালেঞ্জ আছে আমাদের পুস্তকগুলো ছাপানোর ক্ষেত্রে। চেষ্টা করছি সময়মতো বই-পুস্তক দিতে। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।

পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন।

 সাতদিনের সেরা