kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

বজ্রপাতে তিন জেলায় তিনজন নিহত

কুমিল্লা, নোয়াখালী ও নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের তিন জেলায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। কুমিল্লা, নোয়াখালী ও হবিগঞ্জ জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

কুমিল্লার বরুড়ায় গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামে বজ্রপাতে কৃষক সিদ্দিকুর রহমান (৫৫) নিহত হন। স্থানীয় চেয়ারম্যান নাজমুল হাসান সরদার জানান, গতকাল সকালে বাড়ির পাশের ধানের জমিতে সিদ্দিকুর রহমান কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।

বিজ্ঞাপন

এদিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ পাতে কৃষক মো. নজরুল ইসলাম (২৫) নিহত হন। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেকের ছেলে।

পৃথক ঘটনায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুংগুরজুড়ি হাওরে শালুক তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল হামিদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।সাতদিনের সেরা