kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

চা শ্রমিকদের আন্দোলনে উদীচীর সংহতি

নিজস্ব প্রতিবেদক   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমজুরি বৃদ্ধির দাবিতে চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল সোমবার উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে একটি বিবৃতিতে এই সংহতির কথা জানান। উদীচীর বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দিনে মাত্র ১২০ টাকা মজুরিতে কাজ করে আসছেন চা শ্রমিকরা। বর্তমান সময়ে এই টাকায় একটি পরিবারের ভরণ-পোষণ করা প্রায় অসম্ভব।

বিজ্ঞাপন

গত কিছু দিনে দেশে চাল, ডাল, তেল, সবজি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। জীবিকা নির্বাহ করতে গিয়ে সচ্ছল ও মধ্যবিত্ত শ্রেণির মানুষও হিমশিম খাচ্ছে। এ অবস্থায় চা শ্রমিকদের পরিবারের সব সদস্যের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো মেটানো সম্ভব নয়। উদীচী দাবি করে, চা শ্রমিকদের মজুরি ন্যূনতম ৩০০ টাকায় উন্নীত করার দাবি মেনে নেওয়া হোক। এ দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। বিবৃতিতে উদীচী নেতৃত্ব অভিযোগ করে, দীর্ঘ প্রায় দুই বছর ধরে আন্দোলন করলেও চা শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত করেনি মালিক বা প্রশাসন। বরং বিভিন্ন জায়গায় শ্রমিকদের আন্দোলনে বাধা সৃষ্টি করছে পুলিশ।

 

 সাতদিনের সেরা