kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০২২ । ১৭ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘অনুপ্রবেশকারীরা কোণঠাসা করেছে দলের ত্যাগীদের’

নিজস্ব প্রতিবেদক   

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, অনুপ্রবেশকারীরা সত্যিকারের আওয়ামী পরিবারের লোকদের কোণঠাসা করে রেখেছে। এ অবস্থা চলতে দেওয়া যাবে না। তিনি গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আলোচনাসভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধুর সহচর কামারুজ্জামানের পুত্র লিটন বলেন, ‘১৫ বছর সরকার একটানা ক্ষমতায়, দলের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে।

বিজ্ঞাপন

আগেও আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন দলে অনুপ্রবেশকারী ঢুকেছে। ’সাতদিনের সেরা