kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে গতকাল রবিবার এই আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ। তিন সপ্তাহের মধ্যে সেলিম খানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান দুদকের আইনজীবী ফৌজিয়া আক্তার পপি। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশেদ আলম।

বিজ্ঞাপন

 সাতদিনের সেরা