kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০২২ । ১৭ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪

সড়কে দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় বৃদ্ধ নিহত

সাভার প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাভারের আশুলিয়ায় সরকারি সড়ক দখল করে দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় চাচাতো ভাইদের কিল-ঘুষিতে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল রবিবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে পুলিশ।

নিহত হাজি জমত আলী মণ্ডল (৬০) আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার মৃত নান্দুরা মণ্ডলের ছেলে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে দেলোয়ার, নজরুল ও আলী হোসেন।

বিজ্ঞাপন

তাঁরা সম্পর্কে নিহতের চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন, সকালে নিশ্চিন্তপুর পূর্বপাড়ার শাখা সড়কের জায়গা নিয়ে জমিতে দেয়াল নির্মাণ করছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় হাজি জমত আলী মণ্ডল ঘটনাস্থলে গিয়ে তাঁদের দেয়াল নির্মাণে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের কিল-ঘুষিতে জ্ঞান হারিয়ে ফেলেন জমত আলী মণ্ডল। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 সাতদিনের সেরা