kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

সিলেট অফিস   

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের জকিগঞ্জে প্রশিক্ষণের সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল রবিবার সকালে উপজেলার কসকনকপুরে অবস্থিত বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম নিশান ভৌমিক (২৯)। তিনি নোয়াখালীর সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবিতে তিনি সিপাহি সিগন্যালম্যান পদে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের জনক।   বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সকালে নিশান ভৌমিক ক্যাম্পে অনুষ্ঠিত নিয়মিত প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় হঠাৎই ‘দুর্ঘটনাজনিত’ ফায়ারে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা