kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

অভাবী মাকে লাখ টাকা অনুদান

খাগড়াছড়ি প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভাবের তাড়নায় সন্তানকে টাকার বিনিময়ে অন্যের বাড়িতে দিতে চাওয়ার ঘটনায় আলোচিত সোনালী চাকমার পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। গতকাল রবিবার সকালে তিনি নিজ কার্যালয়ে সোনালী চাকমাকে এক লাখ টাকা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি সরকারি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন। অভাব-অনটনের সংসারে ছেলে রামকৃষ্ণ চাকমাকে ঠিকমতো খাবার ও ভরণ-পোষণ দিতে না পারায় অতিষ্ঠ হয়ে ছেলেকে অন্যের বাড়িতে দিতে চেয়েছিলেন মা সোনালী চাকমা।

বিজ্ঞাপন

তাঁর বাড়ি জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাকুজ্যাছড়ি গ্রামে।

 সাতদিনের সেরা