kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ২১৪ জন

নিজস্ব প্রতিবেদক   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত বুধবারও কভিডে একজনের মৃত্যু হয়। এক দিনের ব্যবধানে সংক্রমণ কমেছে দশমিক ৫৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১০। মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। গত বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫.০৯ শতাংশ। গতকাল তা কমে দাঁড়িয়েছে ৪.৪৫ শতাংশে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ আট হাজার ২৮২ জন। শনাক্তের হার ১৩.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। আগের দিন তিন হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৯৮ জন।

 সাতদিনের সেরা