kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা সম্ভব’

নিজস্ব প্রতিবেদক   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আইন প্রণেতারা। তাঁরা বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ওই বর্বর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, যারা পাশে ছিল এবং ক্ষেত্র প্রস্তুত করেছে, তারা সবাই সমানভাবে দোষী। তাই তাদের চিহ্নিত করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। ’

গতকাল পার্লামেন্ট মেম্বারস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত আলোচনাসভায় এ আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিপিজেএর আহ্বায়ক নিখিল ভদ্র। আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হুইপ মাহবুব আরা গিনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিরোধীদলীয় সংসদ সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান, বিপিজেএর সদস্যসচিব কাজী সোহাগ, সদস্য রফিকুল ইসলাম সবুজ, মিজান রহমান ও শাহজাহান মোল্লা।সাতদিনের সেরা