kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

বিচারপ্রার্থীদের বিশ্রামে সুপ্রিম কোর্টে ‘ন্যায়কুঞ্জ’

নিজস্ব প্রতিবেদক   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য সুপ্রিম কোর্টে ‘ন্যায়কুঞ্জ’ নামের বিশ্রামাগার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট জাদুঘরসংলগ্ন বিশ্রামাগারটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ অন্যান্য বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিশ্রামাগার শেডে বিচারপ্রার্থীদের বসতে অর্ধশতাধিক আসনের পাশাপাশি বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শেডের পাশের ভবনে রয়েছে টয়লেট এবং একটি স্টেশনারি দোকান।

 সাতদিনের সেরা