kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

ভোলায় ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা

ভোলা প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলী হায়দার কামালের আদালতে এ মামলা করেন নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের স্ত্রী ইফফাত জাহান। এর আগে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী বিবি খাদিজা বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ নিয়ে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা