kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

শিক্ষাঙ্গন

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেশিক্ষাঙ্গন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আবাসিক হল

 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ছাত্রদের জন্য নির্মিত ‘ইউনুস খান স্কলার গার্ডেন-২’ হলের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. খোরশেদ আলম খান ও মো. জাফর ইকবাল খান। ডিআইইউর উপাচার্য এম লুত্ফর রহমান, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাদির বিন আলী, ডিন (একাডেমিক অ্যাফেয়ার্স) অধ্যাপক মোস্তফা কামাল, প্রভোস্ট অধ্যাপক মো. আবুল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ১০তলা হলটিতে এক হাজার চারজন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

খাবার, চিকিৎসা, লন্ড্রি, সেলুন, স্টাডিরুম, গেমরুম, ওয়াই-ফাই ও টিভিরুমের ব্যবস্থা করা হয়েছে হলে। সংবাদ বিজ্ঞপ্তি

 

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তিতে বিশেষ ছাড়

উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘অ্যাডমিশন উইকস ফল ২০২২’। এ উপলক্ষে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএসসি ও এইচএসসি দুটোতেই যাঁদের জিপিএ ৫ আছে, তাঁদের জন্য রয়েছে ১০০ শতাংশ বৃত্তি। বিবিএ, বাংলা, ইংরেজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, সিএসই এবং ইসলামিক স্টাডিজে ১৫-১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ই, টেক্সটাইল, ম্যাথমেটিকস ও ফিজিক্যাল এডুকেশন প্রগ্রামের ক্ষেত্রে মোট বেতনের ওপর ন্যূনতম ৫০ শতাংশ বৃত্তি দেওয়া হচ্ছে। স্নাতকোত্তরের সব প্রগ্রামে দেওয়া হচ্ছে ২০ শতাংশ বৃত্তি। গতকাল বুধবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রিপল ই ডে অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রিপল ই ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ট্রিপল ই)। সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহিদ আকতার হুসাইন। পরে সেমিনারহলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক মির্জা গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ট্রিপল ই বিভাগের অধ্যাপক আমিনুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং রিজ পার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান বদরুল হাসান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সামিট বিবিয়ানা পাওয়ার কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম নূর উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি

 সাতদিনের সেরা