kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

কালের কণ্ঠ ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেদেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ছাড়া টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত :

শাবিপ্রবি : সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রী মোবাশ্বিরা আখতার।

বিজ্ঞাপন

তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, ‘বুধবার রাতে ওই ছাত্রী মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ’

এদিকে খবর পেয়ে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল তাঁকে দেখতে হাসপাতালে যান।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইসলাম নাবিল বলেন, ‘দুর্ঘটনায় মাথার ডান দিকে আঘাত পেয়েছেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ’

টাঙ্গাইল : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় রাস্তা পারাপারের সময় দুই নারী নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে। এলেঙ্গায় নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৬০) এবং সদর উপজেলার আশেকপুর এলাকায় নিহত নারীর নাম জনতা বেগম (৪৫)।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় ব্যাটারিচালিত ইজি বাইকের ধাক্কায় খোরশেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে জাসদ নেতা মুজিবুর রহমান জাকারিয়ার (৫৬) মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে। তিনি ব্রাহ্মণবাজার ইউনিয়ন জাসদের সভাপতি ছিলেন।

লক্ষ্মীপুর : সড়কের গর্তে পড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহিম শুভর (৩২) মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর শিশু কল্যাণ পরিবারের সামনে এ ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জ : বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া) মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মো. শামীম (২৭) নামে এক যুবক  নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে এক্সপ্রেসওয়ের ষোলঘর ইউনিয়নের কেয়টখালীতে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরা (নরসিংদী) : রায়পুরায় স্থানীয় যান নছিমনের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোশারফ মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টায় উপজেলার আমিরগঞ্জে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের সজল ভূঁইয়া এলপিজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।সাতদিনের সেরা