kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

ডিএমপির তিন বিভাগের ডিসি বদলি

নিজস্ব প্রতিবেদক   

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান, মতিঝিল ও ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাঁদের বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদকে গুলশানে, ডিএমপির উপপুলিশ কমিশনার (অপারেশনস) হায়াতুল ইসলাম খানকে মতিঝিলে ও উপপুলিশ কমিশনার (ক্রাইম) মো. জিয়াউল হাসান তালুকদারকে ওয়ারী বিভাগে বদলি করা হয়। এর আগে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

আর ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইফতেখারুল আলমকে দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।সাতদিনের সেরা