kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সড়ক নিরাপত্তায় সচেতনতা কর্মসূচি

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাইকিং কমিউনিটি ‘ইয়ামাহা রাইডারস ক্লাব’-এর বর্তমান সদস্য প্রায় পাঁচ হাজার। এই কমিউনিটির সদস্যরা বাইকিংয়ের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন। গত ৭ আগস্ট দেশের বিভিন্ন জেলায় ‘আপনার সচেতনতা আমার নিরাপত্তা’—এই স্লোগানে ভিন্নধর্মী এক বন্ধু দিবস উদযাপন করে ইয়ামাহা রাইডারস ক্লাব। এই আয়োজনের উদ্দেশ্য ছিল সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা।

বিজ্ঞাপন

একই সঙ্গে বাস ও ট্রাক চালকদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। আয়োজনের অংশ হিসেবে ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, চট্টগ্রামসহ দেশের ১২টি জেলায় বাস ও ট্রাক স্ট্যান্ডে চালকদের সঙ্গে সড়ক সচেনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ক্লাবের সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা