kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

ডিএমপির লালবাগ ও তেজগাঁও বিভাগে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক   

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ও তেজগাঁও বিভাগে নতুন উপকমিশনার (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তরের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার এবং গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, রবিবার ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

 



সাতদিনের সেরা