kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

রাজশাহীর পুকুর সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক   

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী শহরের হাজারখানেক পুকুর অক্ষত ও প্রকৃত অবস্থায় রেখে সেগুলো সংরক্ষণ করতে মেয়র ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে নতুন করে কেউ যাতে পুকুর দখল বা ভরাট করতে না পারে, তা-ও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।   গতকাল সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ থেকে এ নির্দেশনা এসেছে। ২০১৪ সালে রাজশাহীর পুকুর ভরাট ও দখলের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে রিট করে।

বিজ্ঞাপনসাতদিনের সেরা