kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

মধু কিনলে গাছ উপহার

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখাঁটি মধু কিনলে উপহার হিসেবে গাছের চারা মিলছে খুলনা বিভাগীয় বৃক্ষমেলায়। প্রকৃতিপ্রেমী মানুষকে বৃক্ষরোপণে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নিয়েছে আফীফ মধু ও বারাকাহ্ মধু। মেলায় বিক্রির নির্দিষ্ট পরিমাণ অর্থ বন্যাদুর্গত এবং সুন্দরবনে বাঘের হামলায় হতাহত পরিবারের জন্য বরাদ্দ বলে জানান আফীফ মধুর স্বত্বাধিকারী মো. অলিউল্লাহ ও বারাকাহ্ মধুর মো. তানভির আহমেদ মুন্না। সার্কিট হাউস মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে এই দুই স্টল।

বিজ্ঞাপন

সুন্দরবনের অর্গানিক মধু, কালিজিরা ফুল, সরিষা ফুল, লিচু ফুল ও বরই ফুলের মধু রয়েছে তাঁদের স্টলে। আরো আছে গাওয়া ঘি, নারকেল তেল, সরিষার তেল। স্টল থেকে মধু বা ঘি কিনলে বেগুন, পেঁপে বা কদবেলের চারা উপহার পাওয়া যাবে। গত ২২ জুলাই খুলনা সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী ১২ আগস্ট। সংবাদ বিজ্ঞপ্তি

 সাতদিনের সেরা