kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

মহাখালীতে পানির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপানি ও সড়ক সংস্কারের দাবিতে গতকাল রবিবার রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। এ সময় গুলশান থেকে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। সড়কের দুই পাশে আটকা পড়ে অনেক যানবাহন।

বিজ্ঞাপন

মহাখালী ‘গ’ ব্লকের ২০ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে এলাকায় পানির সংকট চলছে। সংকীর্ণ সড়কেরও বেহাল। এ সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কাউন্সিলরসহ কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি। সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। এরপর বিকেল ৫টার দিকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা।সাতদিনের সেরা