kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

১৫ জেলায় ট্যাংক লরি শ্রমিক-মালিকদের কর্মবিরতি স্থগিত

খুলনা অফিস   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলনের ২৪ ঘণ্টার কর্মবিরতি স্থগিত করা হয়েছে। কর্মবিরতি শুরুর ৯ ঘণ্টা পর গতকাল রবিবার খুলনা জেলা প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে এই কর্মসূচি স্থগিত করা হয়।

বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন ও জ্বালানি তেল পাম্প মালিক সমিতি আনুপাতিক হারে কমিশন বৃদ্ধি এবং ট্যাংক লরির ভাড়া বাড়ানোর দাবিতে গতকাল কর্মবিরতির ডাক দেয়। ফলে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক লরিতে জ্বালানি তেল পরিবহন গতকাল সকাল ৮টা থেকে বন্ধ ছিল।

বিজ্ঞাপন

খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে কর্মবিরতি শুরু হয়।

 সাতদিনের সেরা