kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

হাসপাতালে আরো ৮৭ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৮৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এর মধ্যে ঢাকায় ৭৩ জন এবং ঢাকার বাইরে ১৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৭। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন এবং অন্যান্য জেলার হাসপাতালে ভর্তি রয়েছে ৭২ জন।

বিজ্ঞাপন

চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল তিন হাজার ১৮৪। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৬৭৭ এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৫০৭। একই সময়ে সারা দেশে হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৭৮২। এর মধ্যে ঢাকায় ছাড় পাওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৩৫৭ এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৪২৫। পাশাপাশি এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।সাতদিনের সেরা