kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম সংগঠন। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সম্মেলন করা হয়। এ সময় এক লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, কয়েক মাসের মধ্যেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা হবে। সে বক্তব্য একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত তা হয়নি। বর্তমানে দেশে চাকরিপ্রত্যাশী বেকার যুবকের সংখ্যা প্রায় পাঁচ লাখেরও বেশি। আরো বলা হয়, বাংলাদেশের জাতীয় যুবনীতিতে যুবকের সংজ্ঞায় ১৮ থেকে ৩৫ বছর বলা হলেও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বয়স ৩০ বছরে আটকে দেওয়া হয়েছে।সাতদিনের সেরা