kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

মানবপ্রেমের প্রগাঢ় সম্মিলন ঘটেছিল শেখ কামালের মধ্যে

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানবপ্রেমের প্রগাঢ় সম্মিলন ঘটেছিল শেখ কামালের মধ্যে

শেখ কামাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী ছিল গত শুক্রবার (৫ আগস্ট)। এ উপলক্ষে বাংলা একাডেমি গতকাল রবিবার একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বত্তৃদ্ধতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন একাডেমির সচিব এ এইচ এম লোকমান। একক বত্তৃদ্ধতা প্রদান করেন নাট্যজন সাধনা আহমেদ।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ব্যক্তিত্বের ভেতর যেমন উদার-নম্র-সংগ্রামী চিত্তের সমাবেশ ঘটেছিল, তেমনি ভাষাপ্রেম, সংস্কৃতিপ্রেম, দেশপ্রেম অর্থাৎ মানবপ্রেমের প্রগাঢ় সম্মিলন ঘটেছিল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ।সাতদিনের সেরা