kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল ফোনসেট খুইয়েছেন মো. মান্না (৩০) নামের এক যুবক। গতকাল রবিবার দুপুরে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ধলপুর এলাকা থেকে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মানিব্যাগে তাঁর মা বিউটি বেগমের মোবাইল নম্বর পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিউটি বেগমের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে ওই যুবকের নাম মান্না। তিনি গাজীপুরে থাকেন। তিনি জয়পুরহাটের কালাই থানার আনোয়ার হোসেনের ছেলে।

 সাতদিনের সেরা