kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

দেশে করোনায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৯ হাজার ৩০৪ জনের মৃত্যু হলো। এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২০ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ সাত হাজার ১১৯ জনে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৯৪০টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৯৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৭১২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫.৫৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.০২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।সাতদিনের সেরা