kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

রিকশার গ্যারেজে বিস্ফোরণ, দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীতে রিকশার একটি গ্যারেজে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. আলম মিয়া (২০), মাছুম (৩৫), মো. আল আমিন (৩০), মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)।

বিজ্ঞাপন

নূর হোসেনের ছেলে নাজমুল হাসান জানান, সকাল ১১টার দিকে ওই গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর বাবা ওই গ্যারেজের রিকশা চালান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘দগ্ধদের বেশির ভাগের অবস্থাই খারাপ। ’

 সাতদিনের সেরা