kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

হরিরামপুরে পুড়ল ৭ ঘর আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

হরিরামপুর, সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি   

৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানিকগঞ্জের হরিরামপুরে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আতঙ্কে মারা যান সালেহা বেগম নামের এক বৃদ্ধা। গতকাল শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭০ কেজি ধান ও ১০০ কেজি পেঁয়াজ পুড়ে যাওয়াসহ আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

বিজ্ঞাপন

আগুনে পুড়ে একটি ছাগলও মারা যায়।

উপজেলা ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের রান্নাঘরে আগুন লাগে। পরে পাশে থাকা বাড়ি-ঘরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

 

 সাতদিনের সেরা