kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

ছন্দোময় বিমূর্ত ধারার চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক   

৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেছন্দোময় বিমূর্ত ধারার চিত্র প্রদর্শনী

চিত্রশিল্পী লিয়াকত আলীর ‘ছন্দময় বিমূর্ততা’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী উদ্বোধনী দিনে গতকাল আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালের কণ্ঠ

প্রায় সব চিত্রেই আছে লাল আর হলুদ রঙের মিশেল। কোনো কোনোটিতে আছে নীল রংও। নারীর বিমূর্ত মুখ, খণ্ড খণ্ড দেহ আর জলরঙে সাঙ্গীতিক ঘূর্ণনে প্রথম দেখায় চট করে ছবিগুলোর একটি অর্থ বের করে ফেলা যায় না। কিন্তু ভালো করে দেখলে দেখা যাবে, ক্যানভাসে রঙের খেলা

আর ছোট ছোট প্রতীক চিহ্নের ব্যবহারে একই চিত্র বহুঅর্থী হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

৩০টি বিমূর্ত ধারার এমন চিত্রকর্ম নিয়ে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী লিয়াকত আলীর ‘ছন্দোময় বিমূর্ততা’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এ এস এম ফিরোজ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর প্রসিকিউটর মো. সুলতান মাহমুদ।

শিল্পী লিয়াকত আলীর চিত্রকর্ম এর আগে জাপান, কানাডা, যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে একক ও দলীয় প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। এটি তাঁর অষ্টম একক প্রদর্শনী। শিল্পী লিয়াকত আলী বলেন, ‘বিমূর্তের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়ার চেষ্টাকে আমার কাছে কখনো কখনো কল্পনার মতো অনুভূত হয়। মানুষের সুখ এক ধরনের বাদ্যযন্ত্রের অলংকরণের মতো। সুখ মানে আনন্দে ভরপুর সংগীত ও হৃদয়। আমি যখন আমার চিত্রকর্ম ‘সংগীতময় মন’ এঁকেছি তখন এটি ছিল আমার চিত্রকলার জীবনের শুরু। আপনি একটি চিত্রের মধ্যে কল্পনা নির্মাণের

স্বাদ খুঁজে পেতে পারেন। চিত্রায়নের মেজাজ ছবিকে আরো আকর্ষণীয় করে তোলে। এর সঙ্গে সংগীত চিত্রগুলোতে সৌন্দর্যের নতুন শৈলী নিয়ে আসে। এভাবেই আমার বিমূর্ত ছবিগুলো হয়ে ওঠে ছন্দোময়। ’ এ প্রদর্শনী চলবে ১৩ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।

 সাতদিনের সেরা