kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সৌদিপ্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক   

৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি গত বুধবার রাতে সৌদির তাবুক শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে। এর সুফল সবাই পাবে।

বিজ্ঞাপন

তাবুকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ওই অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশি প্রবাসীরা নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ ছাড়া কোনো প্রয়োজন হলে দূতাবাস ও কনসুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান। মতবিনিময়সভায় কনসাল জেনারেল মো. নাজমুল হক ও দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা