kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

জাবিতে সাংবাদিক নির্যাতন, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে ডেকে নিয়ে এক সাংবাদিককে নির্যাতনের অভিযোগে শাখা ছাত্রলীগের আট কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনা তদন্তে গত বুধবার রাতে হল প্রশাসনের সভায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আলী আকবরকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবু সাইফ মো. তৌহিদুল আনাম এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে হল প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান আলী আকবর বলেন, ‘দ্রুত কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দেব। ’ তদন্ত কমিটির সদস্য আবু সাইফ মো. তৌহিদুল আনাম বলেন, ‘এরই মধ্যে ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের চিঠি দিয়ে জানানো হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন হল প্রশাসনের কাছে জমা দেব। ’

 সাতদিনের সেরা