kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

রেলে ধূমপানের ৬৫% প্ল্যাটফরমে

নিজস্ব প্রতিবেদক   

৩ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরেলওয়েকে ধূমপানমুক্ত ঘোষণা করা হলেও তা বন্ধ হয়নি। সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, রেলওয়ের সবচেয়ে বেশি ধূমপান হয় প্ল্যাটফরমে, যা মোট ধূমপানের ৬৫ শতাংশ। পার্কিং এলাকায় হয় ২৬.৩ শতাংশ। আর রেলস্টেশন এলাকার টি-স্টল বা টং দোকানে এবং টিকিট কাউন্টার এলাকায়ও ধূমপান করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

তবে রেলস্টেশনগুলোর অফিসে কোনো ধূমপান করতে দেখা যায়নি। বাংলাদেশ রেলওয়ে ও আর্ক ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের এপ্রিলে দেশের ১০টি রেলওয়ে স্টেশনে এই সমীক্ষা চালানো হয়। খুলনা, রাজশাহী, ঢাকা, ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সৈয়দপুর রেলস্টেশনে এই সমীক্ষা চালানোর প্রধান উদ্দেশ্য তামাক নিয়ন্ত্রণ আইন রেল ও রেলস্টেশনে কতটা মানা হচ্ছে এবং ধূমপানমুক্ত ঘোষণার পর এসব স্থানের বর্তমান পরিস্থিতি খুঁজে দেখা। গবেষণায় দেখা যায়, ধূমপানমুক্ত ঘোষণার পরও সব কটি রেলস্টেশনেই ধূমপান করা হয়। সবচেয়ে বেশি ধূমপান হয় রংপুর রেলস্টেশনে, এরপর ঢাকা কমলাপুর রেলস্টেশন, ঢাকা বিমানবন্দর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর, রাজশাহী, ঈশ্বরদী ও খুলনা রেলস্টেশন। ২০৪০ সালের মধ্যে দেশকে ধূমপানমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় দেশের রেল ও রেলস্টেশনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়।সাতদিনের সেরা