kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘আগে রাস্তা দখল পরে হরতাল’

নিজস্ব প্রতিবেদক   

৩ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আগে রাস্তা দখল পরে হরতাল’

মির্জা ফখরুল

হরতাল দেওয়ার আগে রাস্তা দখল করতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিম নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘হরতাল, হরতাল’ স্লোগান দেয়।

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আগে রাস্তা দখলে নিতে হবে, পরে হরতাল। ’ 

মির্জা ফখরুল বলেন, ‘রাস্তায় না নামলে কিছু হবে না। রাস্তা দখল করতে হবে। সবাই প্রস্তুত হয়ে যান। সরকারকে আর সময় দেওয়া চলবে না। ’

আগামী বৃহস্পতিবার থেকে সব অঙ্গসংগঠন বিক্ষোভ করবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘পরে আবার নতুন কর্মসূচি দেওয়া হবে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকে বলেছেন যে বিএনপির নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দেবেন। হারিকেন ধরানোর সময় শেষ আপনাদের। ’সাতদিনের সেরা