kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

ঐচ্ছিক তহবিল থেকে ১৬ লাখ টাকা দিচ্ছেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক   

২৫ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ঐচ্ছিক তহবিল থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জনের জন্য এই অনুদান মঞ্জুর করেছে ডিএসসিসি। গতকাল রবিবার ডিএসসিসি সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসসিসির ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে এককালীন এই অনুদান মঞ্জুর করে এরই মধ্যে দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জান।

বিজ্ঞাপন

সচিব জানান, মেয়রের অনুমোদনক্রমে এই দপ্তর আদেশ জারি করা হয়েছে। ডিএসসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অনুদানের এই টাকা পরিশোধের ব্যবস্থা করবেন।

 সাতদিনের সেরা