kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

প্রথম বাংলাদেশি নারী ছুঁলেন কেটুর চূড়া

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম বাংলাদেশি নারী ছুঁলেন কেটুর চূড়া

ওয়াসফিয়া

বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী হিসেবে ওয়াসফিয়া নাজরীন এবার পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ও অন্যতম ভয়ংকর পর্বতশৃঙ্গ কেটুর চূড়া ছুঁলেন। গতকাল শুক্রবার সকালে পর্বতারোহী একটি দলের সঙ্গে তিনিও আট হাজার ৬১১ মিটার উঁচু ওই পর্বতশৃঙ্গে পা রাখেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের অ্যালপাইন ক্লাব। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানে অবস্থিত শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু উচ্চতার দিক দিয়ে দ্বিতীয় হলেও সবচেয়ে ঝুঁকিপ্রবণ শৃঙ্গের তালিকায় এই পর্বতের নাম শীর্ষে। এই শৃঙ্গেই গতকাল সকালে একের পর এক নারী পা রাখলেন।

বিজ্ঞাপন

ওয়াসফিয়ার পাশাপাশি গতকাল শৃঙ্গে পা রাখেন পাকিস্তানের সামিনা বেগ ও নাইলা খিয়ানি, ইরানের আফসানাহ হেসামিফর্দ, লেবাননের নেলি আত্তার, চীনের হে জিং, তাইওয়ানের গ্রেইস সেং, নরওয়ের ক্রিস্টিন হ্যারিলা প্রমুখ।

গত বৃহস্পতিবার নেপালি পর্বতারোহী সানু শেরপা পাকিস্তানের গাসেরব্রুম দ্বিতীয় পর্বতে আরোহণের মাধ্যমে ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড গড়েন। আর নারী পর্বতারোহী হিসেবে নরওয়ের ক্রিস্টিন হ্যারিলার ঝুলিতেও আছে ১৪টি পর্বতশৃঙ্গ জয় করার রেকর্ড। সূত্র : এএফপি

 

 সাতদিনের সেরা