kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

এ টি এম শামসুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক   

২১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএ টি এম শামসুল হক আর নেই

শামসুল হক

জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান সাবেক সচিব এ টি এম শামসুল হক (৮৮) আর নেই। গতকাল বুধবার সকালে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জোহরের নামাজের পর ধানমণ্ডিতে শামসুল হকের প্রথম জানাজা এবং দ্বিতীয় ও তৃতীয় জানাজা কুমিল্লা ঈদগাহ মাঠে ও তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমপুরে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র ও শিক্ষক শামসুল হক বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন এবং নৌকা প্রতীকে কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য পদে ১৯৯৬ ও ২০০১ সালে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 সাতদিনের সেরা