kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

হালদা নদীতে ফের মৃত ডলফিন

রাউজান প্রতিনিধি   

১৫ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের হালদা নদীতে আবারও মারা গেছে ডলফিন। এ নিয়ে গত কয়েক বছরে ৩৬টি ডলফিনের মৃত্যু হলো। জানা গেছে, হালদার শাখা খালে ভেসে রয়েছে ডলফিনটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খালে মৃত ডলফিনটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা।

বিজ্ঞাপন

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজরুল কিবরিয়া বলেন, ‘বিকেলে ভাসমান মৃত ডলফিনের খবর পেয়ে আমি স্থানীয় এক লোক দিয়ে ডলফিনটির ওজন ও দৈর্ঘ্য নিরুপণ করি। মৃত ও প্রায় গলিত এই ডলফিনের ওজন প্রায় ১২০ কেজি এবং এর দৈর্ঘ্য ৮.৫ থেকে ৯ ফুট। ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি। মৃত ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন থাকতে পারে। ’ তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত (রাত ৮টা) ডলফিনটি রাউজানের বুড়িসর্তা খালে ভাসছিল।

 সাতদিনের সেরা