kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

রওশনই জাপার নেতা, বললেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক   

৫ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদিশা সিদ্দিক নিজে জাতীয় পার্টিতে রওশন এরশাদের একজন সহযোগী হিসেবে থাকার ইচ্ছা ব্যক্ত করে বলেছেন, এরশাদের পর রওশন এরশাদই জাতীয় পার্টির নেতা, তিনিই পার্টির নেতৃত্ব দেবেন। গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত সভায় বিদিশা সিদ্দিক এ মন্তব্য করেন।

হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত ৫৮-দলীয় জোট সম্মিলিত জাতীয় জোট—ইউএনএর চেয়ারম্যান নির্বাচিত হন বিদিশা। এর পরিপ্রেক্ষিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বর্তমানে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদিশা বলেন, ‘জাতীয় পার্টিতে এরশাদের পরেই রওশন এরশাদ। আপনারা উনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। ’সাতদিনের সেরা