kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা

কুড়িগ্রামের সাড়ে তিন শ পরিবারকে খাদ্য দিল বসুন্ধরা

কুড়িগ্রাম প্রতিনিধি   

৫ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুড়িগ্রামের সাড়ে তিন শ পরিবারকে খাদ্য দিল বসুন্ধরা

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরে গতকাল বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা পাওয়া কয়েকজন বানভাসি নারী। ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রাম সদর উপজেলার প্রত্যন্ত যাত্রাপুর এলাকায় বন্যাকবলিত সাড়ে তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। সহায়তা হিসেবে চাল, ডাল, বিস্কুট, চিড়া, গুড়, লবণ, সাবান, খাবার স্যালাইন ইত্যাদি দেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাপুর এলাকায় বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সৌজন্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং পরিচালক ইয়াশা সোবহানের উদ্যোগে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

বানভাসিদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ম্যানেজার (নর্থবেঙ্গল) খায়রুল ইসলাম, কুড়িগ্রাম এরিয়া ম্যানেজার আব্দুল আজিজ, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, স্থানীয় ব্যবসায়ী নূর ইসলাম বাচ্চু প্রমুখ।সাতদিনের সেরা