kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে অল্প সময়ের মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন বাইকাররা। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে শতাধিক বাইকার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে লৌহজং উপজেলার মেদিনীমণ্ডলে সেতুর উত্তর থানাসংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। তবে এর আগে থেকেই সে এলাকা ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ।

বিজ্ঞাপন

পরে বাইকাররা একটি ব্যানার হাতে কয়েক মিনিটের মানববন্ধন করেন।   এ সময় বাইকাররা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি জানান। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, গতকাল বিকেলে অল্প কিছু বাইকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উত্তর থানার কাছে অবস্থান করছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেন।

 

 সাতদিনের সেরা