kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

নারায়ণগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদের আগে জুন মাসের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।   মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ঈদ নিয়ে শ্রমিকদের মধ্যে হতাশা বিরাজ করছে। ... মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করে।

বিজ্ঞাপন

বেশির ভাগ মালিকরা বোনাস না দিয়ে ৫০০-১০০০ টাকা বকশিশ দেন। অনেকে তা-ও দেন না। বক্তারা আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশে বৈদেশিক মুদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে।

 সাতদিনের সেরা