kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

নড়াইল জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

নড়াইল প্রতিনিধি   

৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। জেলা প্রশাসকের কাছে গতকাল শনিবার প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। এ সময় কমিটির অন্য দুই সদস্য জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর উপস্থিত ছিলেন। জুবায়ের হোসেন চৌধুরী জানান, প্রতিবেদনে শিক্ষকের গলায় জুতার মালা দেওয়াসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কত পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে অধ্যক্ষ লাঞ্ছনার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে জুবায়ের হোসেন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৩০ জুন প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে তা শনিবার করা হয়। একই ঘটনায় ২৩ জুন পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে শনিবার করা হয়। এদিনও তাঁরা প্রতিবেদন দিতে পারেননি। এ বিষয়ে গতকাল রাত ৯টার দিকে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, প্রতিবেদন তৈরির কাজ চলছে।

 সাতদিনের সেরা