kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

তথ্যপ্রবাহের সুবর্ণ সময় চলছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্যপ্রবাহের অবাধ ও সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। দেশে গণমাধ্যমের কার্যপরিধি এখন অনেক বিস্তৃত। দৈনন্দিন জীবনের সঙ্গে গণমাধ্যম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডিজিটাল সুবিধা ও ইন্টারনেটের অবাধ প্রসারের কারণে জনগণের সংবাদজগতের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকা হচ্ছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার সকালে বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত তৃতীয় সম্প্র্রচার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। বিজেসির সভাপতি রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 সাতদিনের সেরা