জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষকের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একই বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান আশরাফ আলী সিদ্দিকীর স্ত্রী তাহমিয়া তাসনিম। গত শুক্রবার রাতে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
তাহমিয়া তাসনিম অভিযোগ করেন, রাজনীতির সঙ্গে যুক্ত না থাকায় তাঁর স্বামী আশরাফকে বারবার হেনস্তা করছেন ওই বিভাগের তিন শিক্ষক নকিবুল হাসান খান, রকিবুল হাসান ও আলিম মিয়া। তিনি বলেন, ‘গত ১৩ জুন তিন ঘণ্টার ওপর ওই তিন শিক্ষক আমার স্বামীকে তাঁর কক্ষের ভেতর রেখে দরজায় তালা লাগিয়ে ভেতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিজ্ঞাপন